পরের ধনে পোদ্দারি
1 min read[কাকলী আক্তার মৌ]
পরের ধনে পোদ্দারি
করছ তুমি গাদ্দারি,
চাল ডাল সব লুটে,
খাচ্ছ চেটে পুটে।
করছ তুমি সর্দারি-
হাতে কানুন,তরবারি,
চলছ বাহু বলে-
চেলা সাগরেদ মিলে।
ভাবছ না আর কিছু,
চলছ পাপের পিছু।
নগর থেকে পাড়ায়,
মিথ্যা অহমিকায়।
বাজবে যেদিন সানাই,
হারাবে ধানাই পানাই।
মরনের দূত এসে-
মারবে যখন পিষে।
পোদ্দারি আর কত,
করবে মাথা নত?
ধান্দাবাজি রেখে,
চল আলোক দেখে।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক।