পরের ধনে পোদ্দারি - Shimanterahban24
June 9, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

পরের ধনে পোদ্দারি

1 min read

[কাকলী আক্তার মৌ]

পরের ধনে পোদ্দারি
করছ তুমি গাদ্দারি,
চাল ডাল সব লুটে,
খাচ্ছ চেটে পুটে।

করছ তুমি সর্দারি-
হাতে কানুন,তরবারি,
চলছ বাহু বলে-
চেলা সাগরেদ মিলে।

ভাবছ না আর কিছু,
চলছ পাপের পিছু।
নগর থেকে পাড়ায়,
মিথ্যা অহমিকায়।

বাজবে যেদিন সানাই,
হারাবে ধানাই পানাই।
মরনের দূত এসে-
মারবে যখন পিষে।

পোদ্দারি আর কত,
করবে মাথা নত?
ধান্দাবাজি রেখে,
চল আলোক দেখে।

লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.