পটিয়া সদর ডাকঘর অফিসে মানুষের জটলা; মহাসড়কে পাটাও চালক ইয়াবা পাচার
1 min readসেলিম চৌধুরী :: চট্টগ্রামের পটিয়া প্রশাসনের কঠোর নজরদারির জটলস লেগে আছে পটিয়া সদর প্রধান ডাকঘরে। গ্রাহরা তাদের সঞ্চয় টাকা উত্তোলন করার জন্য এসেছে। কিনু পোস্ট অফিসে কর্মকর্তা ধীরে কাজ করার অভিযোগ তুলেন ভোক্তাভোগিরা। ছবিটি তুলা হয় ৮ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২ টায়। সেনাবাহিনীর সদস্যরা মহাসড়কে কঠোর অবস্থান গ্রহণ করে এবং দুরত্ব বজায় রেখে কাজ না থাকলে গৃহে পিরে যাওয়ার নির্দেশ দেন।
সরেজমিনে ঘুরে দেখাযায় প্রশাসনের কর্মকর্তারা সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য চারিদিকে মাইকিং করছে। তবে মহাসড়ক একদম ফাঁকা। কিছু পাটাও চালক অতিরিক্ত টাকা নিচ্ছে। এছাড়াও করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে প্রশাসন যখন ব্যাস্ত মহাসড়কে তখন একটি সিন্ডিকেট ইয়াবা পাচার করছে বলে সংশ্লিষ্ট একটি বিশেষ সুএে জানাযায় । প্রশাসন এ ব্যপারে নজর রাখার দাবি জানান সচেতন মহল। পটিয়া পৌরসভার জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ জানান মাদক কারবারিরা অভিনব কৌশলে পাটাও চালক আডালে ইয়াবা পাচার করছে কিনা প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানান। তিনি এ কথা বলেন সে অনেক মানুষ তাকে ফোন করে এ সংক্রান্ত তথ্য দেয়। প্রশাসনের কঠোর অবস্থানের পরেও ইয়াবা কারবারিরা কৌশল বদল করেছে বলে অভিযোগ তুলেন সাবেক উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লা পলাশ, সাবেক কমিশনার নুরুল ইসলাম মেম্বার জলিল,পল্লী চিকিৎসক খোরশেদ আলম সহ অনেকে।