পটিয়া খানমোহনা ইউছুফ আলী মাতব্বর সড়ক নির্মাণ কাজ উদ্বোধনে চেয়ারম্যান সেলিম
1 min readসেলিম চৌধুরী :: পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক ও পটিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জননেতা মোহাম্মদ সেলিম গতকাল পটিয়ার দক্ষিণভুর্ষি ইউনিয়নের খানমোহনা ইউচুফ আলী মাতব্বর সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন ।
এসময় দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সভাপতি মেম্বার আহমদ নুর সাগর, বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ রাজনীতিবীদ মো:মঞ্জুরুল ইসলাম। উল্লেখ্য
খানমোহনা ইউচুপ আলী মাতব্বর সড়ক টির পূণনির্মান কাজ উদ্ভোধনে বিশেষভাবে অবদান রাখান খানমোহনাবাসীর বহুল প্রত্যাশিত এই সড়ক টি অনেক বছর ধরে অবহেলিত চাষআবাদ কারীরা অনেক কষ্টভোগ করেছে এই সড়ক টি মেরামত না হওয়াতে চাষাবাদ না হওয়াতে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দীর্ঘদিন।
অবশেষে আপনাদের প্রচেষ্টায় শুরু হলো এ সড়ক পূণনির্মান কার্যক্রম। আওয়ামীলীগ নেতা ছৈয়দ আহমদ, জায়দুল হক মেম্বার, ওয়াহেদুর নুর মিন্টু, শাহ্ আলম খোকন, পটিয়া উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির
অন্যতম সদস্য মোরশেদুল হক,, ভূর্ষি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, মো: ইকবাল হোসেন সহ সংশ্লিষ্ট সকল এ সড়ক কাজে সহযোগিতা করেন। ইউচুফ আলী মাতব্বর সড়ক কাজ শুরু হওয়ায় এলাবাসী এ সড়ক কাজে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই