জমিয়ত সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ীর ইন্তেকালে ওমান কেন্দ্রীয় জমিয়তের শোক প্রকাশ
1 min readমাসুম আল মাহদী।।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি,খলিফায়ে মাদানী,হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র,পীরে কামেল আল্লামা শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ওমান কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দ।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন,আল্লামা ইমামবাড়ী শুধু জমিয়তের রাহবার ছিলেননা বরং পুরো বাংলাদেশের একজন অন্যতম রাহবার ছিলেন।তিনি রাজনীতির ময়দানে যেভাবে একজন বীর ছিলেন তেমনিভাবে হাদিসের ময়দানে একজন যুগশ্রেষ্ট হাদিস বিশারদ ছিলেন এবং জমানার অন্যতম একজন ওলী ও পীর ছিলেন।
নেতৃবৃন্দ বলেন,আল্লামা ইমামবাড়ীর ইন্তেকালে বাংলাদেশ তার অন্যতম একজন অভিবাবক হারালো,আমরা জমিয়ত পরিবার আমাদের বটবৃক্ষ একজন মুরব্বী হারালাম যার স্থান কখনো পূরণ হবার নয়।
শোক বার্তায় নেতৃবৃন্দ ,শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মারহুমের মাগফেরাত কামনা করেন এবং আমরা যেনো তারই পদঙ্ক অনুসরণ করে চলতে পারি মাওলার দরবারে সেই প্রার্থনা করেন।
আল্লাহ প্রিয় শায়খকে জান্নাতের সূ-উচ্চ আসনে সমাসীন করুন এবং আমাদেরকে সবধরনের আযাব গজব থেকে মুক্ত করুন।আমিন।