চিকিৎসকদের জন্য চট্টগ্রামে দুইহাজার পিপিই প্রদান করেছে এস আলম গ্রুপ
1 min readসেলিম চৌধুরী, পটিয়া থেকে।
চট্টগ্রামের চিকিৎসকদের জন্য দুই হাজার পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। গত ৩ এপ্রিল সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেনের হাতে এসব পিপিই তুলে দেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আলহাজ্ব আকিজ উদ্দিন চৌধুরী এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন বলেন, করোনা মহামারীর এই সময়ে বাংলাদেশের অন্যতম বড় ইস্যু পিপিই।
যেটা নিয়ে অনেক কথা, লেখালেখি, সংবাদ প্রচারিত হয়েছে। তিনি বলেন, চীন থেকে পিপিই আমাদের দেশে পৌঁছেছে। পাশাপাশি আমাদের দেশের শিল্পপতিরাও এগিয়ে আসছেন। আজকে তারই উদাহরণ হিসেবে এস আলম গ্রুপের পক্ষ থেকে ২ হাজার পিপিই পেয়েছি আমরা।
জেলা প্রশাসক বলেন, এসব পিপিই চট্টগ্রামের চিকিৎসকদের চিকিৎসা প্রদানে সহায়তা করবে। যেসব চিকিৎসক পিপিই না থাকার কারণে চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন, তাদের ভয় আর থাকবে না। শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালেও পিপিই সরবরাহ করবো আমরা। চট্টগ্রামের সরকারি-বেসরকারি প্রতিটি হাসপাতালে পিপিই পরে চিকিৎসকরা চিকিৎসা দিতে পারবেন বলে জানান তিনি।
এ প্রসঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন বলেন, দুর্যোগকালীন সময় ছাড়াও দেশের যে কোনও প্রয়োজনে পাশে থেকেছে এস আলম গ্রুপ। চট্টগ্রামের মানুষের জন্যও সাইফুল আলম মাসুদ নিবেদিতপ্রাণ। ইতোমধ্যে মেধাবী শিক্ষিত বেকারদের চাকরি দেওয়া, দরিদ্রদের কর্মসংস্থানসহ সমাজসেবায় বিভিন্নভাবে তিনি অবদান রেখে চলেছেন। এর ধারাবাহিকতা চট্টগ্রামে সেবামুলক কাজে এস আলম গ্রুপ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। আশা করি জনগণের ভালোবাসা পাথেয় করে দেশের উন্নয়ন মানুষের মুখে হাসি মনোমুগ্ধকর হয় এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ (স্যার,) দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন।