গোয়াইঘাটের ওলামায়ে কেরামের প্রতি ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছের আহ্বান
1 min readসীমান্ত ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ গণমাধ্যমে এক বিবৃতিতে গোয়াইনঘাট উপজেলার উলামায়ে কেরামের প্রতি আহ্বান করেন।
তার দেয়া বিবৃতি হুবহু নিম্নে তোলে ধরা হলো।
প্রিয় গোয়াইনঘাটবাসী, দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ক্রমশ বাড়ছে। আলহামদুলিল্লাহ আমাদের গোয়াইনঘাট এখনও নিরাপদ। কিন্তু কতদিন? যেকোন মুহুর্তেই ভাইরাস হানা দিতে পারে সীমান্তবর্তী এ জনপদে। তাই আমাদের সতর্ক অবস্থানে থাকা জরুরি।
(আল্লাহ না করুক) যদি আমাদের উপজেলায় করোনার থাবা পড়ে তাহলে অবস্থা সারা দেশের মতই হবে। তাই সতর্কতার পাশাপাশি আমাদের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
করোনা ভাইরাসে মৃত ব্যক্তির জানাযা ও দাফনে লোক পাওয়া দুরূহ ব্যপার। কিন্তু মুসলামান হিসেবে এটা আমাদের উপর ফরজে কেফায়া। তাই গোয়াইনঘাট উপজেলাধীন করোনা সংক্রমণে শহীদদের জানাযা ও দাফনে এগিয়ে আসতে গোয়াইনঘাটের উলামায়ে কেরামের পক্ষ থেকে আহ্বান করা যাচ্ছে। যারা সম্পূর্ণ প্রটেকশনের মাধ্যমে এ মহৎ কাজে প্রতি আগ্রহী আপনারা নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার কমেন্টবক্সে দিয়ে আমাদের সহযোগিতা করুন।