খলীফায়ে মাদানী রহঃ এর ইন্তেকালে সেন্টমার্টিন হুফফাজ কাফেলার শোক
1 min readমোঃ জাবেদ ইকবাল, টেকনাফ থেকে।।
সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ- এর বিশিষ্ট খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আবদুল মোমিন সাহেব রহঃ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের শিশু-কিশুর হাফেজে কেরামদের ধর্মীয় ও মানবতাবাদী সংগঠন “সেন্টমার্টিন হুফফাজ কাফেলা। সেন্টমার্টিন হুফফাজ কাফেলার সভাপতি “হাফেজ ইমরান আল হোসাইনী” এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

দেশের এই পরিস্থিতিতে জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের ওলামায়ে কেরামের অন্যতম এক অভিভাবক শায়খ আবদুল মোমিন দুনিয়া থেকে বিদায় নেয়ায় সেন্টমার্টিন হুফফাজ কাফেলা গভীর শোক প্রকাশ এবং রূহের মাগফিরাত কামনা করেছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আলেম-উলামা, ছাত্র ও যুব সমাজকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে সেন্টমার্টিন হুফফাজ কাফেলা।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শায়খে ইমামবাড়ি নিজ বাড়িতে (হবিগঞ্জ, ইমামবাড়ি) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ১০০ বছর।
শায়খে ইমামবাড়ির জানাজা আজ বুধবার দুপুর ২.৩০ মিনিটে হবিগঞ্জে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। মধ্যরাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে।