করোনা কারো না, আল্লহর মাখলুক করোনা, জালেমদের জন্য মহামারি মুমিনদের জন্য মহানুভবতা
1 min read[লেখক: এম এ তাহের শাহীন]
বার্তা প্রেরক- মো. জাবেদ ইকবাল টেকনাফ
প্রশ্ন: করোনা কে…?
মাত্র ৫ মিনিট মন দিয়ে পড়ুন।
(১) প্রশ্নঃ করোনা তুমি আসলে তুমি কে? উত্তরঃ করোনা: আমি তো আমার মহান মালিকের হুকুম মাত্র। (২)প্রশ্ন: কে তোমার মালিক?
উত্তরঃ করোনা: যিনি তোমার মালিক তিনিই আমার মালিক।
মহান আল্লাহ্ তায়ালা।
(৩) প্রশ্ন: মানুষ তোমাকে অনেক ভয় করছে তুমি চলে যাও।
উত্তরঃ করোনা: মানুষ কি আমাকে দেখেছে?
উত্তরঃ না দেখেনি,
( ৪)প্রশ্নঃ করোনা: আমাকে না দেখেই এত ভয় করছে মানুষ? মানুষ তো আল্লাহ্ কেউ দেখেনি কই আল্লাহ্ কে তো কেউ ভয় করে না?
আমি আল্লাহর সৃষ্টি মাখলুক আমার ভয়ে গোটা দুনিয়া গৃহবন্দী তবে তো আল্লাহর ভয়ে মানুষের সিজদা থেকে ওঠার কথা নয়। ( ৫)প্রশ্ন: সারা দুনিয়া কে তুমি গৃহবন্দী করলে কেন?
উত্তরঃ করোনা: যেদিন সিরিয়া,আফগান,ফিলিস্তান,চিনের ওই ঘুর বা উহান মুসলিমদের গৃহবন্দী করা হলো হত্যা করা হলো, মুসলিম মেয়েদের বেপর্দা করা হলো, ভারতের বাবরি মসজিদ ভাঙ্গা হলো, সেদিন তোমরা দুনিয়া বাসিরা কি করছিলে বলো কেন প্রতিবাদ করলে না? (৬)প্রশ্ন: তুমি কেন আসছো?
উত্তরঃ করোনা: আল্লাহর হুকুমে পুরো পৃথিবী টাকে আমি একটা রিস্টার্ট মারবো যেমন তোমরা কম্পিউটারে বা মোবাইলে মেরে থাকো।
(৭)প্রশ্ন: এতে কি লাভ হবে?
উত্তরঃ করোনা: ১. পৃথিবীর যাবতীয় পাপ কাজ কমে গেছে।
২. ডি.জে ক্লাব বন্ধ, নাইট ক্লাব এবং প্রস্টিটিউশন বন্ধ।কেসোনো বন্ধ। হত্যা কমে যাবে।
৩. মুসলিম দেশগুলোর উপর হত্যা জুলুম বন্ধ।
৪. বায়ু দূষন বন্ধ
৫. আমি অবিশ্বাসি দের জন্য ভয়ের কারন, আর বিশ্বাসি দের জন্য সাধারন সর্দি কাশি,
বিত্ববান আর সম্পদ ওয়ালারা সম্পদের পাহাড় গড়েছে, অথচো দান, সদকা করে না। তাদের সম্পদ তারা সব বন্টন করছে না।
দরিদ্ররা নির্যাতিত। আমার জন্য গোটা দুনিয়ায় অর্থ সংকট হবে এতে অনেক বিত্তবান ধনী ফতুর হবে।
আমার আসার কারন অনেক তার মাঝে
১. মানুষ কে তার মৃত্যুর কথা স্বরন করানো।
২. আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করা।
(৯) প্রশ্ন: তুমি তো শুধু জীবন নিচ্ছ জীবন ফিরিয়ে দিচ্ছ কই?
উত্তরঃ করোনা: উইঘুরের মুসলিম নিধন কমেছে।
সিরিয়া, আফগান যুদ্ধ থেমেছে।
(১০)প্রশ্ন: তুমি আর কত জীবন নেবে? অনেক ভয়ে আছে সবাই।
উত্তরঃ করোনা: যাদের হায়াত শেষ তাদের আর কেন তোমরা কি বিশ্বাসি নও যে মহান আল্লাহ যখন যেভাবে মৃত্যু দেবেন সেভাবে হবে। আমাকে ভয় না করে আল্লাহকে ভয় করো।
৫ ওয়াক্ত নামাজ আদায় করো।
আল্লাহর জিকির করো।
নবী করিম (স:) এর সুন্নত মতো আমলে জিন্দিগি করে চলো। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। প্রিয় হাজিরিন ,, মনে রেখো এই ২০২০ইং সালে আল্লাহ আমার মত অদৃশ্য এক মাখলুক পাঠিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন চিন,ভারত,ইতালি, ফ্রান্স, যুক্ত রাজ্য,যুক্ত রাষ্ট্র সহ আরো অনেক রাষ্ট্রের বানানো বিশাল যুদ্ধ বিমান, পারমানবিক বোমা কিছুই করতে পারছে না, এটি আল্লাহর বড় শক্তি।
প্রিয় মুসলিম জনতা
এটি আমি তাহেরের কথা নয় যাহাদের জন্য এখনো জমিন বিস্তৃত,
আসমান অবস্থানরত দান্ডমান,সূর্য, চন্দ্র,নকত্র,তারকাজি চলমান সে এজমায়ী উলামায়ে কেরামের নসিহত
থেকে উপলদ্ধি করনে আপনাদের সমিপে এই ছোট নসিহত।
প্রিয় হাজিরিন
করোনা কে নয়,,করোনার খালেক কে
ভয় করুন।
কাজেই বাহাদুরি জমিনে নেই ওই আসমানের বাদশা এক আল্লাহ তিনি যখন যাকে যেভাবে খুশি সে ভাবে মৃত্যু দিতে পারেন আবার তিনিই জীবন দাতা কারো কিছু করার নেই। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন।
বিশেষ দ্রষ্টব্যঃ
এক, হযরতের ভিডিও থেকে নসিহত শুনে দুই কলম লেখলাম। আল্লাহ হাফেজ সকলের কাছে দোওয়ার দরখাস্ত।
ইতিঃ এম এ তাহের শাহিন