উলামাদের সম্রাট শায়খে ইমামবাড়ী আর নেই
1 min readসাইদুজ্জামান আল হায়দার
আহ!একে একে অভিভাবক হারা হচ্ছি! নিরন্তর দোয়ার জায়গা টুকু শুণ্য হচ্ছে!যাযাবর হতে চলেছি! হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে!শান্তনা আর হিম্মতের নীড় ভঙ্গে যাচ্ছে!প্রথিতযশা রাহবারে উম্মাহ,শীর্ষ ওলী,মুসতাজাবুদ দোয়া,নিরব বিপ্লবের সিপাহসালার,আপাদমস্তক কিংবদন্তি ব্যাক্তিত্ব,সোনালী ইতিহাসের সম্রাট,
উপমহাদেশের বিশিষ্ট হাদীস বিশারদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, জামিয়া দারুল কুরঅান সিলেটের শায়খুল হাদীস, খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী আর নেই। তিনি ০৮ এপ্রিল রাত ১২-৩০ মিনিটের সময় হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার পুরানগাও নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদটি মরহুমের ছেলে মাওলানা ইমদাদুল্লাহ সিলেট নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে ৪ ছেলে,২ মেয়ে সহ অসংখ্য ছাত্র,ভক্ত মুরিদান রেখে যান। মৃত্যুকালে হযরতের বয়স হয়েছিলো ৯০ বছর।
তিনি শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানীর খাছ ছাত্র ও খলিফা ছিলেন। আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী তার পীরভাই।
বরেণ্য এই বুযুর্গ আলেমের ইন্তেকালে দেশ বিদেশে শোকের ছায়া নেমে আসে।
১৯৩০ সালে হবিগন্জে তিনি জন্মগ্রহন করেন। ৬ বছর দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করে দাওরায়ে হাদীস পাশ করেন। বাবায়ে জমিয়ত মাওলানা আশরাফ আলী বিশ্বনাথীর ইন্তেকালের পরে মাওলানা মুহি উদ্দীন খানের প্রস্তাবে ২০০৫ তাকে সভাপতি নির্বাচিত করা হয়। মৃত্যু পর্যন্ত তিনি সভাপতি হিসেবে বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে যান। জমিয়তের রাজনীতি বাংলাদেশের ইতিহাসে পূর্বের যে কোন সময়ের তুলনায় তার বলিষ্ঠ নেতৃত্বে আল্লামা নূর হুসাইন কাসিমী হাফিজাহুল্লাহ এর মাধ্যমে যে গণমূখী গনজোয়ার সৃষ্টি হয়েছে তা শতাব্দীর পর শতাব্দীর নিকট রোল মডেল হয়ে থাকবে। তার ইখলাস ও ইখতেছাছের সহিত দল পরিচালনার কারণে জমিয়তের নিজস্ব যে বাহিনী তৈরী হয়েছে তা অন্য সকল ইসলামী রাজনৈতিক দলের সর্বোচ্চ নীতিনির্ধারক। মাওলায়ে রাহমান হজরতের সব আমল কবুল করে আমাদেরকে তার রেখে যাওয়া আমানতের হেফাজতের জন্য কবুল – মনজুর করেন। আমীন।
লেখক: মুহাদ্দিস,রাজনীতিবিদ,সমাজসংস্কারক ও কলামিস্ট।