উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উদ্যোগে ৪ গ্রামের ৪০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
1 min readজগন্নাথপুর প্রতিনিধি।।
করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা,গলাখাল,জগদীশপুর,কাদিপুর গ্রামের চারশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন।
শ্রীধরপাশা গ্রামের উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষের সমাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে আসছে ।
বুধবার (৮এপ্রিল) এলাকার চারটি গ্রামের চারশত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পিঁয়াজ, আলু, সোয়াবিন তৈল ও লবন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জগ্ননাথপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা আশরাফ আলম কোরশী, কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার লিয়াকত হুসেন অমৃত,আওয়ামীলীগ নেতা দেলওয়ার হুসেন দুলা, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হুসেন,মতিন মিয়া, জিতু মিয়া, দেওয়ান আমির উদ্দিন,রাজু মিয়া,ডাঃ ফারুক মিয়া,আতাউর রহমান আতা,খন্দকার রুমেন উদ্দিন,জাহেদ মিয়া,আব্দুল হক,মাসুম আলম,সালমান আলম,মারুফ মিয়া, সামসুর রহমান, ছাত্রনেতা সুজন কোরেশী সহ, প্রমুখ।
এবিষয়ে ওয়ার্ড মেম্বার লিয়াকত হুসেন অমৃত বলেন, এই ভয়াবহ মহামারীর দূর্যোগে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের ঋণ শোধ করার নয়। উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন শ্রীধরপাশা,গলাখাল,জগদীশপুর গ্রামের ৩৪০টি মুসলিম পরিবার ও কাদিপুর গ্রামের ৬০ টি হিন্দু পরিবারের মধ্যে খাদ্য সমগ্রী বিতরন করেন। উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাষ্টির সকল প্রবাসী সদস্যদের এলাকার মানুষের এই সংকটময় মুহূর্তে পাশে এসে সাহায্য সহযোগিতা করার জন্য তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ।
প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী দেশ ও জাতির সংকটময় মুহূর্তে অসহায় দরিদ্র ও সংখ্যালঘু মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।