আল্লামা আব্দুল মোমিন শায়েখে ইমামবাড়ীর ইন্তেকালে আল্লামা আহমদ শফীর শোক
1 min read
অতিথি প্রতিবেদক :: জামিয়া দারুল কুরআন সিলেটের প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদীস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, দেশের শীর্ষ আলেমদের এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। ধাপে ধাপে ইলম ও আমলদার আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে মূলত ইলম উঠিয়ে নেয়া হচ্ছে। এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র, মুরীদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লামা শাহ আহমদ শফী আরও বলেন, শায়খে ইমামবাড়ি (রহ.) শায়খুল ইসলাম সাইয়িদ হোসাইন আহমদ মাদানী (রহ.) এর বিশিষ্ট শাগরিদ ও খলীফা ছিলেন। সেদিক দিয়ে তিনি আমার পীরভাই। আল্লাহ তায়ালা উনার মাধ্যমে তালীম ও তাযকিয়ার অনেক খেদমাত নিয়েছেন। তিনি সবার কাছে ‘শায়খে ইমামবাড়ী’ নামে পরিচিত ছিলেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। তার খেদমাতকে সদকা হিসেবে জারি রাখুন, আমীন!