সিলেট মহানগর জমিয়তের ত্রাণ সামগ্রী বিতরণ
1 min readনিজস্ব প্রতিনিধি, সিলেট :: করোনাভাইরাসে থমকে আছে দেশ। থমকে দাঁড়িয়েছে মানুষের জীবনযাত্রা। এমন করুণ পরিস্থিতিতে অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর।
আজ মঙ্গলবার (০৭এপ্রিল) বেলা সাড়ে ৩টায় সিলেট নগরীর আল ফালাহ টাওয়ারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিয় ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, মাওলানা সৈয়দ হাফিজ শামিম আহমদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সাংবাদিক আতিকুর রহমান নগরী, মহানগর যুব জমিয়তের সহ সভাপতি আফজাল হোসাইন খান, মহানগর ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ শাহিদ আহমদ হাতিমী প্রমুখ।
এসময় মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে বেশি বেশি ইবাদত আর দান-খায়রাতের আহবান জানান।