লেবানন অসহায় প্রবাসীদের পাশে সামাজিক ও রাজনৈতিক সংগঠকগুলো
1 min readহেলাল আহমদ :: বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের থাবায় লেবাননে কর্ম হারিয়ে দিশেহারা অসংখ্য প্রবাসী বাংলাদেশি। কর্ম, খাদ্য ও অর্থ সংকটসহ নানা সমস্যায় ভুগছেন প্রবাসীরা। এমন দুর্দশা লাঘবে ক্ষুদ্রতম ত্রাণ (খাদ্য) সামগ্রী নিয়ে এবার পাশে দাঁড়িয়েছেন লেবাননের সামাজিক ও রাজনৈতিক সংগঠক সমূহ।
রবি বার (৫ মার্চ) রাজধানী বৈরুতসহ প্রায় কয়েকটি অঞ্চলে কর্মহীন ও অভাবগ্রস্থ প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম, প্রবাসী বন্ধু ঐক্য পরিষদ। এছাড়াও লেবাননের উত্তর অঞ্চল ত্রিপলীতে ত্রাণ বিতরণ করা হয় সেখানকার বসবাসকারী নেতৃবৃন্দ।
লেবানন সরকারের ঘোষিত লকডাউন, গৃহবন্দী এবং
জনসমাগমের নিষেধাজ্ঞার যাঁতাকলে আটকে পড়ায় সে সব প্রবাসীদের সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন যোগাযোগে খোঁজ নিয়ে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় এসব সামগ্রী পৌঁছে দিচ্ছেন সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।
এসব সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, লবন, মুড়ি, সাবান ইত্যাদি।
লেবাননের করোনা ভাইরাস (কোভিড ১৯) আপডেট নতুনভাবে আক্রান্ত ১৪ জন আরো মৃত্যু ১ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪১ জন এবং মৃত্যু ১৯ জন।