প্রভুর প্রেমে (কবিতা) - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

প্রভুর প্রেমে (কবিতা)

1 min read
লাভ

[ইব্রাহিম হোসেন]

ভালোবাসার নিবিড় বন্ধনে
বেঁধে রেখো মাবুদ আমায়,
তোমার দ্বীন থেকে কখনো যেন হারিয়ে বিপথে না যাই ।

সরল সঠিক পথে সদা চলে যেন
যেতে পারি ঈমান নিয়ে পরপারে ,
পাপে ভরা হাত দুটি তুলে মাবুদ
প্রার্থনায় নিমগ্ন তোমার দ্বারে ।

আল্লাহ তুমি দয়ার সাগর
তুমি প্রেমময় অনন্ত অসীম ,
তোমার প্রেমে কেটে যায় যেন
আমার জীবনের সমস্ত দিন ।

ওগো দয়াময় প্রভু সর্বশক্তিমান
থাকতে চাই তোমার প্রেমে নিমগ্ন ,
তুমি ছাড়া কে আর আছে তরাইবে ?
তোমার প্রেমে কর মোরে ধন্য।

চাই না হতে জীবনে অর্থশালী আমি
চাই না হতে কোন গুণে গুণান্বিত,
তোমার রহমতের আশির্বাদ পেলেই
জীবন হবে আমার সার্থক উন্নীত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.