প্রভুর প্রেমে (কবিতা)
1 min read
[ইব্রাহিম হোসেন]
ভালোবাসার নিবিড় বন্ধনে
বেঁধে রেখো মাবুদ আমায়,
তোমার দ্বীন থেকে কখনো যেন হারিয়ে বিপথে না যাই ।
সরল সঠিক পথে সদা চলে যেন
যেতে পারি ঈমান নিয়ে পরপারে ,
পাপে ভরা হাত দুটি তুলে মাবুদ
প্রার্থনায় নিমগ্ন তোমার দ্বারে ।
আল্লাহ তুমি দয়ার সাগর
তুমি প্রেমময় অনন্ত অসীম ,
তোমার প্রেমে কেটে যায় যেন
আমার জীবনের সমস্ত দিন ।
ওগো দয়াময় প্রভু সর্বশক্তিমান
থাকতে চাই তোমার প্রেমে নিমগ্ন ,
তুমি ছাড়া কে আর আছে তরাইবে ?
তোমার প্রেমে কর মোরে ধন্য।
চাই না হতে জীবনে অর্থশালী আমি
চাই না হতে কোন গুণে গুণান্বিত,
তোমার রহমতের আশির্বাদ পেলেই
জীবন হবে আমার সার্থক উন্নীত ।