পটিয়া ইউএনও উপমা সরকারের বরাদ্দ; ত্রাণ পৌঁছে দেবে জনপ্রতিনিধিরা
1 min readসেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধি :: উপজেলা প্রশাসন ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা জানিয়েছেন সন্মানিত প্রিয় পটিয়াবাসী শুভেচ্ছা নিবেন। নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন, অস্বচ্ছল, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য সরকারিভাবে মানবিক সহায়তা পটিয়া উপজেলা প্রশাসনের নিকট এসেছে। ইতোমধ্যে ৯ মে.টন চাল ও ৬০০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকার সমপরিমাণ খাদ্যশস্য আপনাদের সম্মানিত জনপ্রতিনিধি (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র) এর কাছে পৌঁছানো হয়েছে যার মাধ্যমে পুরো উপজেলায় মোট ৯০০ পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছানো হয়েছে ।
আরো ২১ মে.টন চাল ও ৭০,০০০/ (সত্তর হাজার টাকা) বরাদ্দ পাওয়া গিয়েছে, যার বন্টন ইতোমধ্যে প্রক্রিয়াধীন ও এই সপ্তাহের মধ্যেই অগ্রাধিকার তালিকার ভিত্তিতে ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভায় মেয়র বিতরণ করবেন, যা স্বয়ং উপস্থিত থেকে ট্যাগ অফিসাররা তদারকি করছেন ও করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবং মাননীয় হুইপ মহোদয় এর দিকনির্দেশনায়, মান্যবর জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় ও চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটিয়া এর সহযোগিতায় পটিয়া উপজেলার কোন মানুষ অভুক্ত থাকবে না। সরকারি ও বেসরকারি সহায়তায় পটিয়া উপজেলায় মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান আছে।
এমতাবস্থায়, আপনার প্রতিবেশী যাতে সঠিক ভাবে সহায়তা পায়, সেজন্য আপনার সম্মানিত জনপ্রতিনিধিদের সহযোগিতা করুন। যদি কোথাও কোন ধরণের অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তথ্য প্রমাণ সহকারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানানোর জন্য অনুরোধ করা হলো। আপনি যদি মনে করেন যে করোনার কারণে আপনি ক্ষতিগ্রস্ত, ও অগ্রাধিকার ভিত্তিতে আপনি মানবিক সহায়তা প্রাপ্য, তাহলে সংশ্লিষ্ট মেম্বার/চেয়ারম্যান /কাউন্সিলর/কন্ট্রোল রুমে জানান। ইউনিয়ন পরিষদ/পৌরসভা থেকে সরকারি বরাদ্দকৃত সহায়তা যাচাই-বাছাইক্রমে আপনার নিকট পৌঁছে দেয়া হবে।
প্রত্যেক ওয়ার্ডে ও ইউনিয়নে করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটি গঠণ করা হয়েছে। আপনার ইউনিয়নে কোথাও জনসমাগম / খেলাধুলা চললে করোনা প্রতিরোধ সংক্রান্ত ওয়ার্ড/ইউনিয়ন কমিটি তথা চেয়ারম্যান ও মেম্বারকে জানান, তারা প্রাথমিক ব্যবস্থা নিবেন; প্রয়োজনে থানায়/উপজেলা প্রশাসনকে জানান। একইসঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি নিজে/আপনার ভাই/বোন/সন্তানকে ঘরে রাখুন।
আমরা বাইরে আছি আপনাদের ভালো থাকার জন্য। দয়া করে আপনারা বাসায় থাকুন সবার ভালো থাকার জন্য। Please Stay at Home…।