ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
1 min readএন এম সিকদার।।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাসে আতঙ্কিত ঘুমধুমের বিভিন্ন এলাকার ঘরে ঘরে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সোমবার (৬ এপ্রিল ) ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ।পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুরের পক্ষে ।ঘুমধুমে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন ইউপি ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক উসমান গণি, সহ-সভাপতি কামরুল হাসান সোহেল, ছাত্রলীগ নেতা শেখ সাব উদ্দিন, আব্দুল্লাহ আল ফয়সাল, রুবেল প্রমূখ।
ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক উসমান গণি সাংবাদিককে বলেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক রবিন বাহাদুরের পক্ষ থেকে আমরা করোনা ভাইরাসে লকডাউন ঘোষিত ঘুমধুমের বিভিন্ন জায়গায় হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছি। ইনশাআল্লাহ পর্যাক্রমে আমরা যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ প্রস্তূত আছে।