ঘরে থাকুন,নিজে বাঁচুন,দেশকে বাঁচান
1 min readলিখক-মোঃএরশাদ উল্লাহ (পুলিশ পরিদর্শক,বাংলাদেশ পুলিশ)
একদিনে এক টাকা করে ৩১ দিনে প্রতিদিনেরটার দ্বিগুন করলে অর্থাৎ ১ম দিন এক টাকা,২য় দিন দুই টাকা,৩য় দিন চার টাকা, ৪র্থ দিন আট টাকা এভাবে ৩১দিন পর্যন্ত হিসাব করলে মনে হবে আর কতই বা হবে,বাস্তবে দেখুন কত হয়
৫ম দিন ১৬টাকা
৬ষ্ঠ দিন ৩২ টাকা
৭ম দিন ৬৪ টাকা
৮ম দিস১২৮ টাকা
৯ম দিন ২৫৬টাকা
১০ম দিন৫১২ টাকা
১১তম দিনে১০২৪ টাকা
১২তম দিনে২০৪৮টাকা
১৩তম দিন৪০৯৬ টাকা
১৪তম দিন ৮১৯২টাকা
১৫তম দিন১৬৩৮৪ টাকা
১৬ তম দিনে ৩২৭৬৪ টাকা
১৭ তম দিন ৬৫৫৩৬ টাকা
১৮তম দিন১৩১০৭২ টাকা
বাকি হিসাব নাইবা করলাম,১৮ দিনের হিসাবে ১টাকা থেকে শুরু করে এইভাবে ১৮দিনে আসলে হয় এক লক্ষ একত্রিশ হাজার বাহাত্তর টাকা।আমরা যদি ৮ম দিনে এই হিসাব থেকে বের হতে পারতাম, তবে একশ আটাশ টাকায় শেষ হতো।
ঠিক তেমনি সবার কাছে অনুরোধ হিসাব না বাড়ানোর জন্য হোম কোয়ারান্টাইন নিশ্চিত করে সামাজিক দূরত্ব বজায় রাখুন।ডিসট্যান্সটা কত জরুরি তা বুঝানোর জন্য হিসাবটা রুপক হিসাবে দেখানো হলো।ঘরে থাকুন,নিরাপদে থাকুন।