করোনা রোগের ঔষধ আবিষ্কার সম্ভব? - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

করোনা রোগের ঔষধ আবিষ্কার সম্ভব?

1 min read
মাস্ক

কাকলী আক্তার মৌ

সারা বিশ্বে এখন হাহাকার চলছে-
লাশের মিছিল দীর্ঘ হচ্ছে,সাথে স্বজনের চোখের জল।

এ অবস্থায় গৃহবন্দী হয়ে অবসর সময় কাঁটাচ্ছি-
কিছুই ভাল লাগছে না।
দেশের মাটি ও মানুষের কথা মনে পরছে।
তারপরও জীবন থেমে থেমে নেই,আটকায় না চলা।

আনমনে বসে ভাবতে গিয়ে,বিষয়টি মাথায় আসল-
তাই সবার সাথে শেয়ার করা।
খোজ নিয়ে জেনেছি কভিড-১৯ (করোনা) আক্রান্ত-
সকল রোগীই কিন্তু মারা যাচ্ছে না।

অনেকেই,এই রোগের কবল থেকে রেহাই পেয়ে-
সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
এটা অত্যন্ত আনন্দের বিষয়;রোগীর জন্য এবং-
একই সাথে আমাদের জন্যও।

কারণ তাদের সুস্থ্য হওয়ার পিছনে,তাদের দেহের রোগ প্রতিরোধ-
ক্ষমতা ও রক্তের বিন্যাস (ডিএনএ) বেশি সাহায্য করেছে-
বিনিময়ে তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

একই সাথে,সুস্থ্য হওয়া রোগীর দেহে করোনা প্রতিরোধের ক্ষমতা-
জন্ম নিয়েছে,যা তাকে আমরন রক্ষা করে যাবে।

যেহেতু,করোনা রোগের কোন চিকিৎসা পদ্ধতি এখনো-
আবিষ্কার হয়নি;সেহেতু,সুস্থ্য হওয়া রোগীদের-
রক্তের নমুনা সংগ্রহ করে,অচিরেই যদি গবেষণা করা হয়-
তবে আমার বিশ্বাস,ঔষধ আবিষ্কারে গবেষক দল-
অবশ্যই সফল হবেন,ইনশাহআল্লাহ।

তাই,কাল বিলম্ব না করে সকল দেশের বিজ্ঞানীদের সমন্বয়ে-
যৌথ গবেষণা দল গঠন করে,অতি দ্রুত কাজ শুরু করা-
উচিত বলে মনে করি।

রেষারেষি করার সময় এখন নয়-
এখন সময় হল;দেশ,দশ,বিশ্বকে বাঁচানো।

সকল দেশের রাষ্ট্র নায়কদের অনুরোধ;
দয়া করে,কাল বিলম্ব না করে সুস্থ্য হওয়া রোগীদের-
রক্তের নমুনা সংগ্রহপূর্বক গবেষণা শুরু করুন।

বিচলিত নয়,ভীত হওয়া নয়-
একতাই পারে এখন;আনতে বিজয়।

অর্থ,সামর্থ,জনবল,সৎ ইচ্ছা,দৃঢ় মনোবল,
সিদ্ধান্ত নেয়ার উপরেই;বিশ্বের বাঁচা নির্ভর করছে।
বিষয়টা ভেবে দেখবেন।
যত বিলম্ব হবে ততই বিশ্ব পিছিয়ে যাবে।

(লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.