করোনায় কর্মজীবী (কবিতা)
1 min readমাহ্ফুজার রহমান মাহ্ফুজ
কি হতে যে কি হলো করোনা এলো দেশে
দিমজুরেরা কাজ পায়না থাকে বসে বসে।
অঘোষিত লকডাউনে অচল গোটা দেশ
সড়ক গুলো ধূ ধূ ফাঁকা অচেনা এক বেশ।
দিন মুজুররা ব্যস্ত ছিল নানান রকম কাজে
রোজগারে বাজার নিয়ে ফিরতো ঘরে সাঁঝে।
করোনারই কারনে আজ বন্ধ যে সব কিছু
এ কারনেই অভাব তাদের ছুটছে পিছু পিছু।
জমিও নেই জমাও নেই কাজেই বাঁচার পথ
কাজ নেই থমকে যে আজ তাদের জীবন রথ।
করুনা তো চায় না তারা কাজ করতেই চায়
বন্ধ হওয়ায় কাজের ক্ষেত্র তারা অসহায়।
তাদের জন্য প্রধানমন্ত্রী দিয়েছেন প্রণোদনা
প্রার্থনা তাই অসহায়রাই পায় যেন ষোলআনা।