করোনা সংকটে ধৈর্য্য ধারণের আহ্বান চেয়ারম্যান এহছানুল হকের
1 min readসেলিম চৌধুরী, পটিয়া থেকে :: চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৯(ক)শোভনদন্ডী ইউনিয়নের জনগনের সচেতনতার জন্য জানানো যাচ্ছে যে,এইসময় বাংলাদেশের জন্যে বড় কঠিন সময়,এইসময়েআপনাকে,
আপনার পরিবারকে,আপনার প্রতিবেশী,আত্মীয়স্বজনকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার।আমরা নিজের জীবন বাজি রেখে এবং সরকারের অনুদান দেওয়া অর্থ এবং নিজের সামর্থ্য অনুযায়ী সকলকে সাহায্য করছি অন্তত আমাদের জন্যে হলেও নিজের ঘরে থাকুন।
জানি কিছুটা কষ্টসাধ্য হবে আপনাদের জন্যে কিন্তু এই দেশের স্বার্থে যেখানে আমার আপনার জীবন দেওয়ার কথা সেখানে শুধু কিছু সময় বা কিছু অর্থ দিতে হচ্ছে তাই সবাইকে বিনীতভাবে অনুরোধ দেশের এই ক্রান্তিলগ্নে সবাই ঘরে থাকুন এবং সবাইকে সুরক্ষিত রাখুন।শেখ হাসিনার সময়কালকে কলংকিত করার লক্ষ্যে কিছু অসাধু গোষ্ঠী সকলকে বিভ্রান্ত করার চেষ্টায় আছে এদের চোখে পড়লেই স্থানীয় প্রশাসনকে অবহিত করুন এবং সেই সঙ্গে নিজেরাও সোচ্চার হউন।নৌকার মাঝির দায়িত্ব যখন নিয়েছি তখন আপনাদেরকে সুরক্ষিতভাবে এই করোনা মিশ্রিত প্রতিকূলতার নদী পার করিয়ে দেওয়ার দায়িত্ব আমার।তাই দয়া করে কেউই বিপদ ডেকে আনবেন না।নিবেদকঃ জনাব মোঃ এহছানুল হক চেয়ারম্যান, ১৯(ক) পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ।