এক মায়ের উপদেশ (পর্ব-১) - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

এক মায়ের উপদেশ (পর্ব-১)

1 min read

[চৌধুরী ক্বায়নাত]

“Islam is not only a religion, but also a complete code of life a code of  Health “

একদিন এক মা, বলেছিলেন; আমি চাই তুমি পরিপূর্ণ চরিত্রের অধিকারী হও। তুমি খুব ভালো, তোমার মন অনেক সতেজ থাকে, নিজের সাথে নিজেই লড়াই কর।
আমি বল্লাম; এগুলো কি আমার মধ্যে আমার পরিপূর্ণতা নয়!
তিনি বললেন ; না! এতো খুব সামান্য, এই তুচ্ছ সমঝোতা কখনো পরিপূর্ণ চরিত্র হতে পারে না। বড় জোর একটু অংশ হতে পারে।
আমি বললাম; আপনি পরিপূর্ণ চরিত্র বলতে কোন ধরনের চরিত্র বোঝাতে চান। আমি ওটা এখনো বুঝতে পারিনি।
তিনি বললেন; ইসলাম যে চরিত্রকে সমর্থন করে সেটাই পরিপূর্ণ চরিত্র। এটি স্বাস্থ্য সম্মত একটি চরিত্র।
আমি; আচ্ছা তার মানি এই চরিত্রের অধিকারী হলে সুস্থ থাকা যায়!
তিনি বলেন; শুধু তাই নয়! নেকি ও অর্জন করা যায়।
আমি; চোখ ছানাবড়া করে তাকিয়ে আছি। একটু পরে বললাম কিভাবে চলতে হবে বলেন।
আমি গালে হাত রেখে কুনুইতে ভার দিয়েছি খুব আরাম করে বসে খুবই মনযোগী হয়ে ঐ মায়ের কথা শুনছি।
তিনি বলতে শুরু করেছেন; শুন! তুমি যেমনি থাকো না কেন, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবে। দুঃখ কষ্টে থাক, অসুস্থ থাক, ঝামেলায় থাক, সুস্থ থাক, খুশিতে থাক, সুখে থাক এমন কি মৃত্যু শহ্যায় থাক সব অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করবে।


লক্ষ্য রাখবে এমন কোন কাজ যেখানে তুমি চাইলেই সাহায্য করতে পার, আর ওখানে সাহায্যের প্রয়োজন তাহলে অন্ধের মতো চোখ ফিরিয়ে নিওনা। সাধ্য মত সাহায্য করার চেষ্টা করবে।
অপরিচিত হোক বা পরিচিত, ছোট হোক বা বড় সবার জন্য দোয়া করবে, আর সালাম হচ্ছে একজন মানুষের জন্য উত্তম দোয়া। সালাম দিয়ে অন্তত সে কেমন আছে একথা জেনে নিবে।
কখনো অহংকার করবেনা হিংসা করবে না, যা নিয়ে তোমার মনে অহংকার সৃষ্টি হবে এবং যার ওপরে হবে মনকে বুঝবে তা তোমার চেয়ে সেই ভালো পারে, তার তুলনায় তুমি কিছুই না। অহংকার নিমিষেই গায়েব হয়ে যাবে। মনে রাখবে পৃথিবীতে এমন কিছু নেই যা একান্ত তোমার, সবকিছুর মালিকানা আল্লাহর হাতে।
আমি বললাম; কিন্তু আমি যা শিখছি বা শিখেছি যেসব জ্ঞান অর্জন করেছি তাতো আমার। সেগুলো তো কেউ নিতে পারবেনা।
তিনি বলেন; নিসন্দেহে তুমি তা ভাবতে পার। তুমি যে সব বিষয়ে জ্ঞান অর্জন করেছ যা কিছু শিখেছ আর তা নিয়ে তুমি অহংকার কর! কিন্তু এসব ভুলাতে আল্লাহর কতক্ষণ সময় লাগবে! কাজেই তুমি নিজেকে অহংকার মুক্ত রাখলে আরো অনেক জ্ঞান অর্জন করতে পারবে।

পরবর্তী অংশ ২য় পর্বে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.