উখিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে করোনা সংক্রমণরোধে জীবাণুনাশক স্প্রে
1 min readরিদুয়ানুল হক, উখিয়া প্রতিনিধি।
(কোভিড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদের সদস্য জনাব শাহজাহান চৌধুরীর নির্দেশে উখিয়া উপজেলা যুবদলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত উখিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে উখিয়া বাজার, কোটবাজার, মরিচ্যা বাজার, মসজিদ, ফার্মেসি, রাস্তাঘাটে,এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিন, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, শাহনেওয়াজ সিরাজী আপেল, উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক শাহ আলম,
রত্নাপালং ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রফিকুল আলম, যুবদল নেতা কবির,রুবেল, রাসেল উদ্দীন, আলা উদ্দীন, নুরুল ইসলাম, শফিউল আলম, মো: রশিদ, হলদিয়াপালং ইউনিয়নের উওর যুবদলের আহবায়ক জুবায়ের, সদস্য সচিব তাজ উদ্দিন চৌধুরী ও প্রমুখ।