হোম কোয়ারান্টাইনে থাকলেই পুরস্কার দিবে লাল সবুজ
1 min read
নিজস্ব প্রতিবেদক;- বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে একযোগে কাজ করছে দেশের বৃহৎ স্বেচ্ছাসেবী সংঘটন লাল সবুজ উন্নয়ন সংঘ। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত এই সংঘটন দেশব্যাপী এ পর্যন্ত বিনামূল্যে বিতরণ করেছেন কয়েক হাজার মাস্ক। শতাধিক অহসায় শ্রমজীবী মানুষের দোয়ারে দোয়ারে পৌছে দিচ্ছে ত্রান।তবে এবার প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে লাল সবুজ উন্নয়ন সংঘ। কোয়ারান্টাইনে থাকলেই পুরস্কার দিবে লাল সবুজ কথাটি শুনতে আশ্চর্য হলেও এটাই সত্যি।মানবজাতির এই ক্রান্তিলগ্নে মানবজাতিকে বাচিয়ে রাখতেই লাল সবুজের এই উদ্যোগ। আগামী ০৮/০৪/২০ ইং থেকে ২২/০৪/২০ ইং পর্যন্ত টানা ১৪ দিন যারা নিয়ম মেনে হোম কোয়ারান্টাইনে থাকবেন তাদের জন্যই এই পুরস্কার। লাল সবুজ উন্নয়ন সংঘ র সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সভাপতি রাজু বিশ্বাস (দুর্জয়) এই উদ্যোগ নিয়েছেন।
তিনি জানান আগামী ৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত যারা নিয়ম মেনে হোম কোয়ারান্টাইনে থাকবেন তাদের পুরস্কৃত করা হবে। কোয়ারান্টাইন ছিলেন তার সত্যতা নিশ্চিত করতে ২২ তারিখ এশার নামাজের পর মুসলমান হলে পবিত্র কুরআন শরীফ ও হিন্ধু হলে গীতাপাঠরত অবস্থায় নিজের ছবি তুলে লাল সবুজ উন্নয়ন সংঘ সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির পার্সনাল ইমেইল rajubiswasdurjoy252@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে।দেশের পরিস্থিতি বিবেচনা করে পুরস্কারের দিন তারিখ জানিয়ে দেওয়া হবে এবং লাল সবুজ উন্নয়ন সংঘ র কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের নেতৃত্বে এক সম্মেলনের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হবে। এতে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ প্রধান ধর্মগ্রন্থ ব্যবহার করতে পারেন।