সরকারি ত্রাণ পৌঁছেনি রাজনগরের অধিকাংশ গ্রামাঞ্চলে
1 min readরাজনগর প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খাদ্য সংকটে পড়েছে মানুষ। করোনা ভাইরাস আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। সরকারি নির্দেশ হোম কোয়ারেন্টাইন ও প্রশাসনের ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা মানুষ। গ্রাম এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট।
উনুনে আগুন জলছেনা মধ্যবিত্তের। গরিবরা পড়ছে মহাবিপাকে। দিনমজুররা পড়েছেন চিন্তায়। তবুও সরকার থেকে কোন সাহায্য পৌঁছেনি তাদের কাছে। এমন অভিযোগ পাওয়া যাচ্ছে,রাজনগর উপজেলার অধিকাংশ গ্রামাঞ্চল এলাকা থেকে।
মধ্যবিত্ত ঘরের বউ,তেল দিয়ে ভাত ভেজে চার সন্তানকে খাওয়ানোর মতো দুঃসংবাদও আসছে।
শহরাঞ্চল ও বিভিন্ন গ্রামের গরিব ও মধ্যবিত্তরা,সরকারি বেসরকারি ত্রাণ পেলেও রাজনগরের অধিকাংশ গ্রামাঞ্চল এলাকার মানুষ অনাহারে রাত-দিন কাটাচ্ছে।
রাজনগর উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা সালমা ইসলাম, রুমেল আহমেদ,রাশেদ বিন শফিক, সাইদুল ইসলাম,আবু তাহের সানি, খলিলুর রাহমান নাফের সাথে যোগাযোগ করলে তাদের এলাকাগুলোতে সরকারি ত্রাণ পৌঁছেনি বলে দৈনিক সরকারকে জানান।
উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামে সরেজমিনে দেখা যায়,এলাকার গরিবরা অনেক কষ্টে দিন যাপন করতে। প্রতিবেশিদের সাথে কথা বলে,অনেক মধ্যবিত্তের উনুনে আগুন জলছেনা বলেও জানা যায়।
রাজনগর উপজেলার গ্রামাঞ্চলের লোকজন,এই দুর্যোগময় সময়ে সরকারের পক্ষ থেকে ত্রাণের দাবি করেন।