লোহাগড়া যুবশক্তির উদ্যোগে ১৫ টা মসজিদে ২০০ সাবান বিতরণ
1 min readনিজস্ব প্রতিনিধি :: নড়াইলের লোহাগড়া উপজেলার যুবশক্তির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ১৫ টা মসজিদে ২০০ টি সাবান বিতরণ করেছেন লোহাগড়া যুবশক্তি।
৬ এপ্রিল সোমবার সকালে করোনা প্রতিরোধে ১৫ টি মসজিদে সাবান বেধে দেয়।
এবং করোনা প্রতিরোধের লিফলেট বিতরণ ও জ্ঞানমূলক সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে বলেন আমাদের আমাদের সবাই কে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে।আমাদের সচেতন হতে হবে। আশা করি মসজিদের মুসল্লী রা যেন ওজু-নামাজের আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিবে।
এ সময় উপস্থিত ছিল লোহাগড়া যুবশক্তির
সভাপতি ইয়াছিন অভি,
সহ সভাপতি আদি,
সাধারণ সম্পাদক শেখ সোহান,
দপ্তর সম্পাদক ফাহিম প্রমুখ।