লক ডাউনের আইন বঙ্গ করে সেন্টমার্টিন দ্বীপে রোহিঙ্গাদের প্রবেশ
1 min readমোঃ জাবেদ ইকবাল টেকনাফ।।
গত বৃহস্পতিবার ২৬ শে মার্চ থেকে সেন্টমার্টিন টু টেকনাফ যাতায়াত বন্ধ ঘোষণা করেন।
করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সকল ধরনের নৌজান চলাচলের উপর লক ডাউন ঘোষণা করা হয়।
ঘোষণার করা হলেও থেমে নেই সেন্টমার্টিন দ্বীপের যাতায়াত।
প্রত্যেক দিন রড সিমেন্ট বালি এই গুলো নিয়ে টেকনাফ টু সেন্টমার্টিন বোট যাতায়াত করে এবং সেই বোটে করে রোহিঙ্গা রা কাজের সন্ধানে সেন্টমার্টিনে যাতায়াত করতেছে।
এক সূত্রে জানা যায় রড সিমেন্ট বালির ব্যবসা যারা করে তাদের মাধ্যমে রোহিঙ্গারা সেন্টর্মাটিনে প্রবেশ করে।
তারা লক ডাউনের আইন বঙ্গ করে দ্বীপের রোহিঙ্গাদের কে প্রবেশ করাচ্ছে।
বোট মালিক সমিতির পক্ষ থেকে লক ডাউন ঘোষণা করলে ও তা মানছেন না অনেক বোটের মালিক ও রড বালি সিমেন্ট ব্যবসায়িরা। এতে দ্বীপের অবস্থা খারাপ হতে পারে। বাংলাদেশ সরকার নতুন করে ১৪ এপ্রিল পর্যন্ত লক ডাউন ঘোষণা করে গত কাল।
এতে দ্বীপের মানুষ সচেতন না হলে দ্বীপের ক্ষতি হতে পারে।
খাদ্যের মালা মালের বোট ছাড়া কোন যেন লক ডাউন শেষ না হওয়া পর্যন্ত যেন কোন বোট চলাচল করতে না পরে তার দিকে নজর রাখতে হবে।
যারা লক ডাউনের আইন বঙ্গ করবে তাদের কে জরিমানা ও শাস্তির জুর দাবি জানাচ্ছি।
সেন্টমার্টিন দ্বীপের বর্তমানে অনেক রোহিঙ্গা কাজ করতেছে। যত তারাতারি সম্ভব তাদের কে দ্বীপ থেকে বাহির করে দিন এবং সকল কাজ বন্ধ করে দেওয়ার জন্য দ্বীপের সচেতন ব্যক্তি ও প্রশাসনের নজর রাখতে হবে।
সেন্টমার্টিন দ্বীপে যেন কোন বহিরাগত ব্যক্তি প্রবেশ করতে না পারে তার দিকে সচেতন থাকতে হবে।
লক ডাউন আইন বঙ্গকারিকে আইনের আওতায় আনুন।