মোবাইল নেটওয়ার্ক থেকে করোনা ছড়ায়, এমন অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে ব্রিটেনে
1 min read
তথ্য-প্রযুক্তি।।
ব্রিটেনে ছড়িয়েছে এক অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্ব। বলা হচ্ছে, মোবাইল নেটওয়ার্ক থেকে করোনা ছড়া্ যা সম্পূর্ণ ভিত্তিহীন।
ইন্টারনেটের ফাইভজি প্রযুক্তি থেকে করোনাভাইরাস ছড়ায় এমন গুজবে টেলিকম স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। খবর গার্ডিয়ানের।
সম্প্রতি মোবাইল ফোনের তিনটি সংযোগ টাওয়ারে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
লিভারপুলের মেয়র জো আন্ডারসন বলেন, এই অদ্ভুত তত্ত্ব নিয়ে আমার কাছে হুমকি এসেছে। সামাজিকমাধ্যমগুলোতে তা আরও গতি পাচ্ছে।
শুক্রবার জরুরি সার্ভিসকে ফোনে জানানো হয় যে রাতে একটি ফাইভজি মাস্তুলে আগুন লেগেছে। পুলিশও এই ঘটনা নিশ্চিত করেছে।
জরুরি সার্ভিসের কর্মীরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
বৃহস্পতিবার মিডিয়া রেগুলেটর অফকম জানায়, এই ভুল ষড়যন্ত্র তত্ত্ব কারা প্রচার করেছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ও নেক্সডোরের মতো সামাজিকমাধ্যমগুলোতে তা ছড়িয়ে পড়েছে।
ডাউনিং স্ট্রিটের সংবাদ সম্মেলনে শনিবার মাইকেল গভ বলেন, বিপজ্জনক অর্থহীন তত্ত্ব প্রচার করা হয়েছে।
এই ভুয়া খবরের নিন্দা জানিয়েছেন এনএইচএস ইংল্যান্ডের জাতীয় চিকিৎসা পরিচালক অধ্যাপক স্টিভ পাওয়েস। তিনি বলেন, আমি খুবই ক্ষুব্ধ ও বিরক্ত। জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এটা সত্যিই বাজে কাজ।