মৃত্যুর চেয়ে ভয়ংকর
1 min read[কাকলী আক্তার মৌ]
মৃত্যু চেয়েও ভয়ংকর নাকি-
মৃত্যুর অপেক্ষা;
নাকি প্রতীক্ষা?
দেখ,দেখি ভাই-
আসলে কি তাই?
লোকে যে,যা কয়;
মোটেও তা নয়-
এতো নয় কোন,ভূবনের সমীক্ষা-
মৃত্যুর চেয়েও ভয়ংকর,কেমন হবে;তারই প্রতীক্ষা।
তার চেয়েও ভয়ংকর;কীভাবে হবে?
মাথায়;কিছু কি,ঢুকল তবে?
যদি;এখনো না ঢুকে-
তবে,মৃত্যু পথযাত্রীর;সম্মুখে দাড়িয়ে দেখ,মুখে,
জীবনে বেঁচে থাকার স্বাদ,সবি যাবে উবে-
দিশাহীন হয়ে,অশ্রু ভাসাবে ভবে।
বেঁচে যেহেতু আছ তাই;বাঁচার মানে বুঝে,
সাঠিক পথটি তুমি নাও এখনি খোঁজে-
যাতে চলতে পার নিজে।
আলো-আধারীতে আলোর খেলা;
বুঝে বুঝেই তখন;কেঁটে যাবে বেলা।
রম্য কবিতা;অরম্য বিশ্বাদ
লেখকের গবেষণার কলম থেকে-