ঘুমধুমে কর্মহীন মানুষের মাঝে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির খাদ্য সহায়তা প্রদান
1 min readএন এম সিকদার :: করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং’র পপৃষ্ঠপোষকতায় ও দাতাবৃন্দের আর্থিক সহযোগিতায় বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী প্রদান করেন চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
সোমবার (৬এপ্রিল) করোনা ভাইরাসে লকডাউন হওয়া নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ও সকল ইউপি সদস্যগণ নিজ নিজ ওয়ার্ডে গিয়ে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুরের উশৈসিং এমপির পক্ষে মাস ব্যাপী আর্থিক সহায়তা প্রদাণ করেন।
আর্থিক সহায়তা প্রদাণ কালে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি(তদন্ত) দেলোয়ার হোসেন, ঘুমধুম ইউপি সকল সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ প্রতিবেদককে বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় সীমান্ত ইউনিয়ন আমার ঘুমধুমের নিরীহ মানুষের সব সময় খোঁজ খবর রাখছেন এবং আমাকে মুঠোফোনে ঘুমধুমের সার্বিক পরিস্থিতির ব্যাপারে দিকনির্দেশনা দিচ্ছেন। মাননীয় মন্ত্রী দীর্ঘ তিন দশক ধরে বান্দরবানের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন।পুর্বের ন্যায় বর্তমান ক্রান্তিকালেও বান্দরবান জেলার মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমার ইউনিয়নে ২২০ পরিবারের মাঝে মন্ত্রী মহোদয়ের দেওয়া খাদ্য সহায়তা প্রদাণ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ও মানবিক দিক বিবেচনা করে দুশ্চিন্তাগ্রস্থ কর্মহীন, গরীব অসহায়দেরকে তিনি তাঁর সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও জানান চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।