গোয়াইনঘাটের মহান নেতা - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

গোয়াইনঘাটের মহান নেতা

1 min read

[ইব্রাহিম হোসেন]

ধন্য হোক, পূর্ণ হোক সেই নেতাদের জীবন
সীমান্তের আহ্বানে শুনেছি যাদের বর্ণন ;
হবেনা কখনও তুলনা তাদের বলে আমার মন,
জনসাধারণের হৃদয়ে থাকেন যারা সারাক্ষণ ।

আমি চিনিনা, আমি জানিনা, কে ফারুক আহমেদ ,
আর মাওলানা গোলাম আম্বিয়া কয়েস ?
জনসাধারণের দুঃখ,কষ্ট, যন্ত্রনা দেখে ;
হারাম হয়ে যায় যাদের আরাম আর আয়েশ ।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুস-সাকিব,
উপজেলা চেয়ারম্যান সামাজিক সাংগঠনিক ;
জনসাধারণের অশান্তি দুর্দশা দেখে
নিবিড় হয়ে,হয়ে যান তাদের আশিক ।

আরো আছেন যারা সংগঠনের সহকর্মী
তারাও যেন একই পথের চলন্ত পথিক,
জনসাধরণের সদা সার্বিক সেবায়
ছুটে ছুটে যান তারা দিক বিদিক ।

কত ভাগ্যবতী আর কত ভাগ্যবান !
গোয়াইন ঘাটের জনসাধারণ ,
পাবে কি পাবেনা জানিনা কখন ?
এমন নেতাদের এমন আচরণ ।

দোয়া করি দুহাত তুলে খোদার দ্বারে
দেশে এমন জনদরদী নেতাদের তরে ,
আয়ু যেন হয় আরো দীর্ঘায়ু তাদের ;
সমাজ,দেশ ও দশের কল্যাণের তরে ।

গোয়াইন ঘাটের মহান নেতাদের উৎসাহিত করার নিমিত্তে তাদের প্রতি উৎসর্গকৃত কবিতা “গোয়াইন ঘাটের মহান নেতা” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.