কাউন্সিলর শাহজাহান মজুমদার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

কাউন্সিলর শাহজাহান মজুমদার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

1 min read

মোঃ রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা প্রতিনিধি):

মাননীয় এলজি আরডি মন্ত্রী জনাব তাজুল ইসলাম সাহেবের সাবিক ব্যবস্থাপনায়,, উপজেলা ভাইস চেয়ারম্যান মহববত আলী,,লাকসাম পৌরসভা,মেয়র সবার সহযোগিতায় চাল,ডাল,আলু, তেল,পেয়াজ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে,, পযায়ক্রমে চলবে।

কুমিল্লা লাকসামে করোনায় কর্মহীন হয়ে পড়ায় নিন্ম আয়ের মানুষের মাঝে বাড়ী, বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেছেন মোঃশাহজাহান মজুমদার
কাউন্সিলর ৭ নং ওয়ার্ড
লাকসাম পৌরসভা।

তিনি সবাইকে সচেতন করে বলেন, আপনারা দয়া করে সচেতন হোন,আড্ডা বন্ধ করুন, বিশেষ প্রয়োজনে বের হলেও নিরাপদ দূরত্ত বজায় দুরত্ব বজায় রেখে চলাফেরা করবেন, বার বার সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে ভালো ভাবে হাত ধুবেন।সরকারের বিধি নিষেধ মেনে চলুন।

প্রান প্রিয়ো ৭নং ওয়ার্ডের জনসাধারণকে জানাচ্ছি যে আমরা এক দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করছি। করোনা ভাইরাসের কারণে দেশ এখন অস্থিথীতিশীল।

আমি আমার ওয়ার্ডের জনসাধারণকে একটা কথাই বলবো এই দুর্দিনে আমি আপনাদের পাশে আছি।।

আপনারা এই ৭ নং ওয়ার্ডের জনগন আমার প্রান।

আমি আমার সাধ্যঅনুযায়ী সবসময় আপনাদের পাশে ছিলাম এই দুর্দিনেও পাশে থাকবো ইনশাআল্লাহ্।।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক লাকসাম উপজেলার ৭নং ওয়ার্ডে জনগনের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।যেকোনো পরিস্থিতিতে আমি সর্বদা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।এই অবস্থায় মহান আল্লাহ্ আমাদের সহায় হোন।
তিনি আরো বলেন যে করোনা ভাইরাসকে ভয় না করে, গুজোব না ছড়িয়ে বিশ্ব বিপার্যের এই দিনে রাষ্ট্রীয় সকল নির্দশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.