কাঁদে করে পায়ে হেঁটে খাদ্য পোঁছে দিচ্ছে জগদল ইউপি ছাত্রলীগ
1 min readনিজস্ব প্রতিবেদক।।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে আবদ্ধ মানুষ,এতে পরিবারের খাদ্য যোগান দিতে হিমশিমরত গ্রাম অঞ্চলের কর্মহীন গরীব অসহায়, শ্রমজীবী প্রান্তিক মানুষদের ঘরে ঘরে বিভিন্ন খাদ্য সামগ্রী মাইলের পর মাইল পায়ে হেঁটে কাঁদে করে পোঁছে দিচ্ছেন দিরাই উপজেলার জগদল ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনায় সারা দেশের মত আজ সোমবার জগদল ইউপি ছাত্রলীগ নিজ ইউনিয়নে অসহায় খেটে-খাওয়া ১১০ পরিবারকে চাল-ডাল-তেল-পিয়াজ-আলু-সাবান প্রদান করে।
ত্রান বিতরনে ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রিগান আহমদ,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আহমেদুল হক সুবাস,জগদল ইউপি ছাত্রলীগ সভাপতি শাহ মিফতা,সাধারন-সম্পাদক এনামুল হক
এমসি কলেজ ছাত্রলীগ নেতা রবিউল ছাত্রলীগ নেতা সুফিয়ান আহমদ,মাহমুদ রানা,আনিসুল হক ইমন,শাহ জাহান,রাজিব আহমদ,সালমান আহমদ,ফারহান আহমদ,মোবারক মিয়া,সোহান,থানহারুল ইসলাম,সজিব মিয়া,তোহা আহমদ,হাসান মিয়া,নাহিদ মিয়া প্রমূখ।
ত্রান বিতরণে আর্থিক সহযোগিতা করেন
জগদল ইউপি ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি আবলুস মিয়া,প্রতিষ্টাতা সাধারন-সম্পাদক ফয়সল হাসান,মিশিগান মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ,যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা আকমল হুসেন,ফ্রান্স ছাত্রলীগ নেতা এরশাদ আহমদ,ছাত্রনেতা গোলাম রব্বানি,ফ্রান্স ছাত্রলীগ নেতা পাবেল জামান।