করোনায় মৃত ব্যক্তির দাফন-সৎকারে স্বেচ্ছাসেবী নিচ্ছে বিয়ানীবাজারের প্রশাসন - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

করোনায় মৃত ব্যক্তির দাফন-সৎকারে স্বেচ্ছাসেবী নিচ্ছে বিয়ানীবাজারের প্রশাসন

1 min read

বিয়ানীবাজার প্রতিনিধি।। 

করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারের জন্য বিয়ানীবাজার থেকে ১০জন স্বেচ্ছাসেবী নেবে উপজেলা প্রশাসন।

সোমবার (৬এপ্রিল) দুপুর দেড়টায় ইউএনও বিয়ানীবাজার ফেসবুক একাউন্ট থেকে উপজেলার করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারের জন্য ৭জন পুরুষ ও ৩জন মহিলা স্বেচ্ছাসেবী আহ্বান করে একটি পোস্ট প্রকাশ করা হয়।

ওই ফেসবুক পোস্টে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারের কাজে আগ্রহী ব্যক্তিদের আজ সোমবার (৬ এপ্রিল) এর মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। স্বেচ্ছাসেবীদের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

যোগাযোগ-

খূশনূর রুবাইয়াত মৌমিতা,

সহকারী কমিশনার (ভূমি), বিয়ানীবাজার।

মোবাইল : ০১৭০০-৭০৩৬৮৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.