হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ পরিবার করোনা সঙ্কটে কর্মীদের অসহায় পরিবারের পাশে
1 min readমোঃ জাবেদ ইকবাল, টেকনাফ প্রতিনিধি।
করোনা ভাইরাস আতঙ্কে দেশব্যাপী লকডাউনের কারনে কর্মীদের অসহায় দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ। এছাড়া কর্মীদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ, জীবাণুনাশক স্প্রেসহ নানা কর্মসূচী পালন করেছে।
৩ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর হ্নীলা ইউনিয়নের ৯ ওয়ার্ডে গুরুত্বপূর্ণ বাজার, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে এই সচেতনতা মূলক কর্মসূচী পালন করে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ। পরে লকডাউনের কারনে ক্ষতিগ্রস্থ ২০০ কর্মীর অসহা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন, বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং হ্নীলা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সদস্য ও জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, সহসভাপতি মাইনুল ইসলাম, কামরুল ইসলাম রাজু প্রচার সম্পাদক নুরুল আমিন রিপন, ছাত্রলীগ নেতা আয়ুব, সিরাজুল মোস্তফা লুলু, ইব্রাহিম প্রমুখ।