হারিয়ে গেছে (কবিতা)
1 min read[আব্দুল্লাহ আল নোমান]
হারিয়ে গেছে বন্ধু অনেক
মধুময় কতো স্মৃতি,
হারিয়ে গেছে জীবন থেকে
ভালোবাসা সম্প্রীতি।
হারিয়ে গেছে শৈশব আর
দুষ্টুমী ভরা ক্ষণ,
হারিয়ে গেছে পরিচিত মুখ
কতো যে আপনজন।
হারিয়ে গেছে আবেগের খেলা
বোকামি ও অভিমান,
হারিয়ে গেছে লুকোচুরি আর
স্কুলে ধরা কান।
হারিয়ে গেছে আলোর সাহারা
আলেয়ার মিছে ছায়া,
হারিয়ে গেছে স্বপ্নরা সব
জীবনের মোহমায়া।
হারিয়ে গেছে পূর্ণতাগুলো
শূণ্যতা চারিদিকে,
হারিয়ে গেছে ঝলমলে ছবি
সবি আজ বাসি- ফিকে।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক।