লবণ ছিটিয়ে ভাত খাবো,তবুও ঘর থেকে বের হবো না; এইচ এম আব্দুর রহমান
1 min readরুবেল আহমদ :: সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক এইচ এম আব্দুর রহমান অদ্য ৫ এপ্রিল তিনির নিজ ফেইসবুকে দেশের জনসাধারণকে সতর্ক ও সাবধান করতে আবেগঘন অনুভুতি প্রকাশ করে লিখেছেন ” লবণ ছিটিয়ে ভাত খাব, আটা ময়দার রুটি খাব, তবুও ঘর থেকে বের হবনা।
তিনি আক্ষেপ সুরে আরোও লিখেছেন,
হে দেশবাসী – আড্ডা ঘুরাঘুরি পাবেন যদি বেচে থাকেন। লবণ দিয়ে ভাত খেয়েও বেচে থাকার চেষ্টা করেন। একে অপর থেকে দূরে থাকুন, বাচার ঘরে থাকুন। হায়াত মউত আল্লাহর নিকট নির্ধারিত। তবে নেক হায়াত কামনা করা সওয়াব। যারা পাত্তা দিচ্ছেননা, এহেন মুর্খদের থেকে সরে থাকতে, নিজ দায়িত্বে সচতনতা অবলম্বন করতে আহবান জানান,এবং সাহায্য দিতে যারা ঘরে ঘরে যাচ্ছেন সর্বোচ্চ প্রোটেকশন সহ যাওয়াই উত্তম বলে মনে করেন তিন।তিনি বলেন নিজে রক্ষা হউন,অপরকে রক্ষা করুন। বেচে থাকার আকুতি জাগ্রত হউক। আল্লাহ হেফাজতের মালিক। তিনির এই বক্তব্য জনগণের জন্য অত্যন্ত শুভবাণী।তিনি বলেেন সবার সতর্কতা ও সাবধানতার উপর নির্ভর করছে দেশ ও জাতির আগামী দিন। তাই তিনি সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান।