ভেবেছো কভু
1 min read
সুলতান আহমদ
অন্ধকার রজনীর চাঁদ ওরা
পৃথিবীর শ্রেষ্ঠ আলো,
তাদের ভালো বাসলে মোরা
খোদা করবেন ভালো।
ভালবাসা পাবে তুমি তাদের
দু’মোঠো খাবার দিয়ো,
তোমার স্নেহ উপহারে এদের
মনজয় করে নিয়ো।
এদের কভু অবজ্ঞা করনা
আদর দিয়ো সবি,
সোহাগ দিয়ে তাদের মন ভরনা
সওয়াব পাবে তুমি।
ভেবেছো কী তাদের কভু
খাবারের কথা,
শুনছেন কিন্তু মহান প্রভু
তাদের সব ব্যথা।
কখনো তুমি এদের খাবার
করবেনা যে চুরি,
না হলে ধরা খেলে একবার
আঙ্গুল চোষবে বুড়ি।