ফুলবাড়ীতে ২৫০ জন অসহায়-দরিদ্রদের মাঝে চাল বিতরণ
1 min readমাহফুজার রহমান মাহফুজ, কুড়িগ্রাম সংবাদদাতা।।
সাড়াদেশে চলছে অঘোষিত লক ডাউন।করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় ও জনসমাগম রোধ করতে বাজার ও রাস্তা ঘাটে নিয়মিত টহল দিচ্ছে আইন শৃংঙ্খলা বাহিনী। পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ীতেই থাকতে আহ্বান জানাচ্ছেন তারা।করোনায় থমকে গেছে জনজীবন। কাজে যেতে না পেরে বিপাকে শ্রমজীবি মানু্ষ।অনেকটা অসহায় অবস্হায় এসব প্রান্তিক মানুষেরা।
আজ ৫ এপ্রিল বরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯টি ওয়াডের ২৫০ জন কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে জি আর প্রকল্পের আওতায় ১০ কেজি করে মোট ২.৫ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।
বড়ভিটা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কালে উপস্হিত ছিলেন বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী মিয়া,ইউপি সদস্য, মিজানুর রহমান দুলু,আব্দুল হামিদ মিয়া,উজির উদ্দিন ও ইউনিয়ন পরিষদ সচিব বাবুল হোসেন।
চাল নিতে আসা প্রত্যেকের তিন ফিট দুরত্ব বজায় রেখে চাল বিতরণ করা হয়।এসময়
করোনা প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান খয়বর আলী মিয়া।তিনি বলেন করোনা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে।এর থেকে বাঁচাতে হলে সবাইকে সচেতন থাকতে হবে।অপ্রয়োজনে বাড়ীর বাইরে বের হবেন না।বার বার সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।
একে অপরকে সচেতন করবেন, কেউ আতংকিত হবেন না।সকলে সচেতন থেকে আমরা করোনা পরিস্হিতির মোকাবিলা করবো ইনশা আল্লাহ্।