নিজে সচেতন থেকে অসহায় মানুষের পাশে থাকুন; আলমগীর আলম
1 min readনিজে সচে
সেলিম চৌধুরী।।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিশু সংগঠক আলমগীর আলম বলেছেন মহামারী করোনা ভাইরাস ঠেকাতে সরকার নানান উদ্যোগ গ্রহণ করছেন।
কিন্তু কিছু অসচেতন দেশের মানুষের কারনে এ ভাইরাসের প্রকোপ দিনদিন বৃদ্ধি হতে চলেছে,দেশের মানুষকে সচেতন করতে ইতিমধ্যে সরকার সারাদেশ ব্যাপী মাইকিং করে যানবাহন,অফিস,দোকানপাট বন্ধ রেখেছেন সারা পৃথিবীর মানুষ আজ তাকিয়ে আছে কবে মুক্তি মিলবে এ মহামারী করোনা ভাইরাস হতে” ভিবিন্ন সরকারী বেসরকারি সংস্থা হতে বারবার বলা হচ্ছে সাবধান থাকুন ঘরে থাকুন তবুও অনেকেই রাস্তায় ঘুরাফেরা করছে” দিন দিন মানুষের অসহায়ত্ব বাড়ছে। সমাজের বিক্তবানরা ও কোথাই যেন হারিয়ে গেছে। অনেকটাই গা ডাকা দিয়েছে যেমন।তবুও পাশ্বে থাকতে হবে মানুষের। তাই সমাজের বিত্ত ও সার্মথবান মানুষদের প্রতি আমার এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে আহবান জানাই আমরা যার যার অবস্থান হতে নিজে সচেতন থেকে অসহায় ও যারা এ মুহুর্তে অভাব অনটনে রয়েছে তাদের পাশ্বে সাহায্য নয় সহযোগিতা করছি এ মন মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহবান ও অনুরোধ করেন।