ঝালকাঠি’র নলছিটিতে বাড়ি বন্টনে অনিয়মের অভিযোগ
1 min readনিজস্ব প্রতিবেদকঃ- ঝালকাঠি’র নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃতঃ আফজাল হোসেন হাওলাদারের বাড়ি বন্টনে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শালিসি হিসেবে নলছিটি উপজেলার প্রভাবশালী এ্যাডভোকেট মিজান মোল্লা, ৯নং দপদপিয়া ইউনিয়নের বিএনপি নেত নাসির সিকদার, এবং খলিল আমিন।
পারিবারিক সূত্রে জানাগেছে, মৃতঃ আফজাল হোসেন হাওলাদারের মৃত্যু’র পর ২০১৯ সালে এই বন্টনের ঘটনা ঘটেছে। মৃতঃ আফজাল হোসেন হাওলাদার গং অনুপস্থিত থাকায় এককভাবে শালিসি ক’রে।
বাড়িতে ৩ বংশের লোক রয়েছে, হাওলাদার, শরিফ, এবং খাঁন, মূল সূত্রে হাওলাদার বাড়ি, নলছিটি উপজেলার প্রভাবশালী এ্যাডভোকেট মিজান মোল্লা’র ফুপাতো ভাই খান পরিবার এ দিকে দলীয়ভাবে সুপারিশ করিলেন নাসির সিকদার শরিফ বংশকে।
হুমকির মুখে মৃত আফজাল হোসেন হাওলাদারের পরিবার, বশত বিটা ও গরু ঘর ভাঙ্গা এবং জীবন নাসের হুমকি দিয়ে আছেন। এলকার প্রভাবশালি মহল।
এই বেপারে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মৃতঃ আফজাল হোসেন হাওলাদারের, একমাত্র ছেলে সাংবাদিক মোঃ মিজানুর রহমান (নীরব) ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ে।
সুদৃষ্টি কামনা ক’রে ঝালকাঠি জেলা প্রশাসক জনাব জোহর আলী এবং জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন (ডলি) মহোদয় এর, মৃতঃ আফজাল হোসেন হাওলাদারের পরিবার।