জৈন্তাপুরে অকারণে জনসমাগম করায় গণপরিবহন পরিচালনায় ৩ জনকে জরিমানা
1 min readমোঃ আব্দুল্লাহ :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘুরাঘুরি করায় গণপরিবহন পরিচালনায় ৩ জনকে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী অফিসার জৈন্তাপুর কতৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫এপ্রিল) জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা পারভীন ও সহকারী কমিশনার (ভুমি) ফারুক আহমেদ জৈন্তাপুর উপজেলা প্রশাসন এ অভিযানটি পরিচালিত করেেন।
ইউএনও নাহিদা পারভীন সকলের অবগতির জন্য অকারণে ঘুরাঘুরি করতেছে যে সকল জনসাধারণ তাদের প্রতি বার বার মাকিং করে সচেতনতা মূলক কথাবার্তা বলেন, যে কোরোনাভাইরাসে আজ বিশ্বব্যাপী আতংক ছড়িয়ে পড়েছে। এ রোগ থেকে নিজে পরিবার কে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়ার বিকল্প নেই। তাই অবশ্যই সকলকে নির্দেশনা মেনে চলতে হবে তিনি বলেন আপনাদের সুরক্ষায় আমরা বাহিরে আছি আপনারা ঘরে থাকুন।
এবং সকলের প্রতি আরও বলেন, কেউ নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারি করেন। জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।