জীবনের নিরাপত্তার জন্য দয়া করে ঘরে থাকুন; গোয়াইনঘাটবাসির প্রতি চেয়ারম্যান ফারুকের আহ্বান
1 min readআহমদ উল কবির সাজু :: গোয়াইনঘাটবাসির জন্য এই মূহুর্তে প্রয়োজন ঘরে থাকা, স্বাস্হ্যবিধি মেনে চলা অন্যতায় আমাদের ভয়াবহ পরিনাম ভোগ করতে হবে, তাই দয়াকরে সবাই সচেতন হই অন্যকে সচেতন করি। আর আল্লাহর নিকট সকলের সুস্থতা কামনা করি। এলাকাবাসীর জন্য উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ রোববার তার ব্যাক্তিগত ত্রাণ বিতরণকালে এই আহ্বান জানান।

তিনি আজ ফতেহপর, ডৌবাড় ইউপি ও গোয়াইনঘাট সদরে স্ব আায়ের একশত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করেন। এ দিকে উপজেলা জমিয়তের পক্ষ থেকে নেতৃবৃন্দের সহায়তায় ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কায়েসের উপস্থিতিতে স্বল্প আয়ের হিন্দু পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়।
শনিবার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন গোয়াইনঘাটের দু’শত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করেন। ইউএনও নাজমুস সাকিব বলেন গোয়াইনঘাটে এখনও করোনা আক্রন্ত রোগি সনাক্ত হয়নি। ইতিপূর্বে যাকে সন্দেহ করা হয়েছিল তার পরীক্ষায় নিগেটিভ এসেছে আরও দু জনের নমুনা পাটানো হয়েছ। তিনি সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মনে চলতে আহব্বান জানিয়ে বলেন এ পর্যন্ত দু দফায় ৭৪ মেঃটন জিআর চাল পাওয়া গেছে বিতরণ চলছে। মানুষের ঘরে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা,স্বাস্যবিধি মেনে চলা জুরুরী।

শোক প্রকাশঃ আমেরিকা প্রবাসি বাঙ্গালী কমিউনিটি নেতা কামাল আহমেদ করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে রোববার নিউইয়র্কে ইনতেকাল করেন(ইন্না-লিল্লাহ —– রজিউন)। তার মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকাহত পিবিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ,আমেরিকার মিশিগানস্থ বৃহত্তর জৈন্তিয়া এসোসিয়েশনের সাবক সভাপতি এম সফিক রহমান।