গুজবে দিও না কান
1 min read[কাকলী আক্তার মৌ]
শুনিয়া গুজব,গুজবে না দেই কান,
বিষে;বিষাক্রান্ত হইতে পারে প্রাণ।
উড়িয়া যাইতে পারে;মনের সকল সুখ,
ব্যাথায়,ব্যথীত হয়ে;ভরিতে পারে বুক।
লাশের নগরী হইতে পারে;ভরিতে পারে লাশ,
গুজবে কান দিলে তাই;সভ্যতার সর্বনাশ।
যত্র তত্র,যথা তথা,দিও না গুজবে কান,
অশান্তির অনলে পুড়িয়া;পাইবে অগ্নি ঘ্রাণ।
সুখ শান্তি বিনাশিবে;সভ্যতা পুড়িয়া ছাই,
তখন তুমি কোথায় পাইবে;মাথা গুজারি ঠাই?
সত্য মিথ্যা যাচাই করিয়া;কথা ভরিও কানে,
যেন সুখ শান্তি না বিনাশে;অশান্তি না হয় প্রাণে।
হাজার হাজার মানুষের মুখে,হাজার রকম কথা,
কোনটাতে আছে সত্য বাণী;কোনটাতে ফাঁদ পাতা।
চিন্তা ভাবনা কইরা তুমি;বিশ্বাস নিও মনে,
সুখ সমৃদ্ধ হতে তাই,গুজব নিও না কানে।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক।