খোকার দুঃখ
1 min read
[ইব্রাহিম হোসেন]
মাগো মা শোনো বলি
শোনো একটি কথা,
পাশের বাড়ির দুঃখ দেখে
লাগে আমার ব্যথা ।
নাই যে ঘরে খাবার দাবার
অনাহারে থাকে ,
মায়ে শুধু কাঁদতে থাকে
ছেলে নিয়ে বুকে ।
অসুখ হয়ে বাবা ঘরে
মরছে ধুকে ধুকে ,
তাইনা দেখে জল আসে
আমার দুটি চোখে ।
মায়ে কাঁদে বাবায় কাঁদে
কাঁদে ছোট্ট ছেলে ঘরে,
এক মুঠো যে খাবার নাই
পেটে দিবার তরে ।
কি যে কষ্ট তাদের মনে
কেউ বোঝেনা তাহা !
দাও না কিছু দিয়ে আসি
মোদের আছে যাহা ।