করোনা ভাইরাসে আতংক না হয়ে সচেতনতার আহ্বান জসিমুল আনোয়ার খাঁন  - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

করোনা ভাইরাসে আতংক না হয়ে সচেতনতার আহ্বান জসিমুল আনোয়ার খাঁন 

1 min read

সেলিম চৌধুরী, পটিয়া থেকে।।

জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক সাবেক ছাএনেতা পটিয়ার কৃতি সন্তান শিক্ষানুরাগী জসিমুল আনোয়ার খান বলেছেন,              কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে ।কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে। তবে খুব কম ক্ষেত্রেই এই রোগ মারাত্মক হয়। এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিক্যাল মাস্ক সাহায্য করে।

তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ঠ নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়। যে কোন বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে একটি বিষয় লক্ষ্যণীয় যে, করোনা ভাইরাসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর  আগে থেকে অসুস্থ বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাইরাস মারাত্মক হতে পারে। তিনি বলেন নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করে তুলুন পরিস্কার পরিছন্নতা থাকুন বাড়ি আশে পাশে ময়লা আবর্জনা করবেন না। সরকারের নিয়ম মেনে চলার জন্য পটিয়া সহ         দেশবাসীকে যার যার অবস্থান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে গণসচেতনতা ও সরকারের নির্দেশনা মেনে চলার আহব্বান জানান। বিনা প্রয়োজনে ঘর থেকে বাহিরে না আসা ও সর্বক্ষণিক নিজ বাস গৃহে অবস্থান করার জন্য অনুরোধ জানান ।করোনা ভাইরাস আতঙ্কে বিচলিত না হয়ে, আপনার আমার সকলের উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা। আমরা যদি এই মুহূর্ত থেকে একটু দায়িত্বশীল আচরণ না করি কোন প্রকার রুলস, নিয়ম, জরিমানা, কিছুতেই আমাদের এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে না। তাই এ কারণে এখন থেকে আমাদের সকলের সচেতন ও দায়িত্বশীলতার আচরণ করতে হবে। করোনা ভাইরাসের আক্রান্তের কোন বয়স নেই,এই ভাইরাসে যে কেউ আক্রান্ত হতে পারে।একজন চেনা শত্রুুর সাথে যুদ্ধ করা যায় করোনার সম্পর্কে আমরা এখন নতুন নতুন তথ্য পাচ্ছি সোশ্যাল ডিসটেন্স এর কারণে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব এ কারণে ৩ ফুট থেকে ৬ ফুট ডিসটেন্স থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড শেয়ান পাড়ায়   উপজেলা প্রশাসন আক্রান্ত এক ব্যাক্তির পরিবার লকডাউন করেছেন। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা

বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার অলিগলিতে জীবাণুনাশক স্প্রে প্রদান, গণসচেতনতার জন্য লিফলেট প্রদান, মাইকিং, নিজ বাস গৃহে অবস্থান,বাহিরে বের হলে মাস্ক ব্যাবহার করা  খাদ্য সামগ্রী বিতরণ  করেছেন এমনকি রাতের বেলায়ও খাদ্য সামগ্রী   তিনি পৌঁছে দিয়েছেন পাশাপাশি সহকারী কমিশনার ভুমি এবং পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এতে বুঝতে হবে জীবন আপনার

ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যয় ব্যক্ত করছি আল্লাহ কাছে এ ভাইরাস থেকে মুক্তি পেতে পারি আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.