করোনার ছড়া
1 min read
[মাহ্ফুজার রহমান মাহ্ফুজ]
সাড়া বিশ্বে ছড়িয়েছে মরণব্যাধি করোনা
মুক্তি পেতে সবাই শুধু করছে এখন কামনা।
চিকিৎসক আর বিজ্ঞানীরা খাটছে যে দিনরাত
কি উপায়ে করা যায় এই ভাইরাসকে কুপোকাত।
চলছে তাদের খাটা-খাটুনি চলছে গবেষণা
করোনা হলো ছোঁয়াচে রোগ এটাই গেল জানা।
সংস্পর্শে গেলে এই ভাইরাস একে অন্যে ছড়ায়
বাঙ্গালিরা যে বুঝেও অবুঝ সাধ্য কার বোঝায়।
ঘরে থাকুন সুস্হ্য থাকুন সরকারের এক কথা
আমজনতা গুজবে মাতে খায় থানকুনি পাতা।
বাঁচতে হলে থাকতে হবে সবাই মিলে সচেতন
চলবে না আর পথে ঘাটে সবার অবাধ বিচরণ।
ঘরে রাখতে জনগণকে নামলো সেনাবাহিনী
তাদের সাথেও জনগণ শুরু করলো কাহিনী।
দেখলে তাদের লুকোয় তারা গেলেই আড্ডা বেশ
না হলে সজাগ মহামারি থেকে বাঁচবে কি এ দেশ।
আসুন সবাই সচেতন হই শপথ করি সকলে
অকারণে বের হবো না করোনা বিদায় না হলে।