করোনা সংকটে সতর্ক অবলন্বন জরুরি; সেলিম চৌধুরী
1 min readপটিয়া প্রতিনিধি :: দৈনিক জনতা পটিয়া ও চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাবেক ছাএনেতা সাংবাদিক সেলিম চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস নামক এক ধরনের ভাইরাসের আক্রমণে এই ব্যাধিটি হয়ে থাকে। চীনে সর্বপ্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে এটি শনাক্ত করে।
পরবর্তীকালে ২০২০ সালের প্রথম দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং মহামারীর রূপ নেয় রোনাভাইরাস ভাইরাসের একটা শ্রেণি– যা পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত করে। মুরগির মধ্যে এটি ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। আবার গরু ও শূকরে ডায়রিয়া সৃষ্টি করে। এই ভাইরাস মানুষের মধ্যে শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, বার বার থুতু আসা এসব করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ। এর জন্য শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে। বয়স্ক এবং আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হবার ঝুঁকি থাকে। মানুষের দেহে করোনাভাইরাস সৃষ্ট সংক্রমণ এড়ানোর মতো তেমন কোনো টীকা বা অ্যান্টি ভাইরাস ওষুধ আবিষ্কার হয়নি। তাই সতর্কতা অবলম্বন করে এই ভাইরাসের বিস্তার ও সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে, মাস্ক ব্যবহার করা, নিয়মিত হাত ধোয়া, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে না আসা উত্তম। তাছাড়াও পরিস্কার পরিছন্নতা এবং সরকারের নিয়ম মেনে চললে করোনাভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবে। ভয় বা আতংক নয় সচেতনতা জরুরি।