আর পারছি না আমরা! মধ্যবিত্তের নিরব কান্না; এগিয়ে আসার আকুল আবেদন
1 min readমোঃ রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা প্রতিনিধি): মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে সৃষ্ট বিপর্যয়ের সময় থেকে ত্রাণ বা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কুমিল্লা ২৫ পরিবার লাকসাম ৩০ পরিবার, লাকসাম বিজরার আশেপাশের এলাকার ৮০ পরিবারের কাজ চলছে। এছাড়াও আরো প্রায় ৩০/৪০ টি পরিবার এর ডাকে সাড়া দিতে পারছি না।
ইতোমধ্যে আমাদের কাছে আরো লাকসাম, কুমিল্লা, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে এবং খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ইসলামপুর কলোনী নামক একটি স্থান থেকে ত্রাণ সহায়তার অনুরোধ এসেছে।
(১৫ টি পরিবারের জন্য দিতে পেরেছি) এদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত ও হতদরিদ্র । তারা অনেক কষ্ট নিয়ে দিন পার করছে।
আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এক্ষেত্রে সকলের সহযোগিতা পেলে আমরা অধিক মানুষের পাশে অধিক পরিমাণ সহায়তা নিয়ে দাঁড়াতে পারবো। তাই দেশ-বিদেশ সকলের নিকট সহযোগীতায় শরিক হওয়ার আহ্বান রইলো।
আপনার সহযোগিতায় যদি একটি পরিবারের মুখে হাসি ফোটে তাতেই সার্থকতা নিহিত রয়েছে।
#বিশেষ_যোগাযোগঃ01872132930
সহযোগিতার নাম্বার:01777019995 (বিকাশ পার্সোনাল)