৫ম দিনের মতো চেয়ারম্যান ফারুক আহমেদের মানবিক সহায়তা অব্যাহত
1 min readআবু তালহা তোফায়েল :: বিশ্ব ব্যাপি করোনাভারইরাসের আক্রমণের কারণে যারা গৃহে অবস্থান করছেন, হোম কোয়ারান্টাইনে আছেন- বিশেষ করে কর্মহীন খেটে খাওয়া, কর্মজীবী ও শ্রমজীবি পারিবারের জন্য সরকারি সাহায্যের পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ ব্যক্তিগত তহবিল থেকে ৫ম দিনের মতো আজ শনিবার (০৪ এপ্রিল) রুস্তমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় খেটে খাওয়া মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণে চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আজ কোভিড ১৯ মহামারীর ছোবলে। এই ভয়ানক বিপদ থেকে বেঁচে থাকার লক্ষ্যে আমাদের আধ্যাত্মিক এবং শারীরিক উভয়দিকের প্রতিকারের উদ্যোগ নিতে হবে সচেতনভাবে। এ লক্ষ্যে আমাদের তাওবা ইস্তেগফার, আল্লহর ইবাদাত বন্দেগীতে ব্রতী হতে হবে ব্যক্তিগতভাবে। মাক্বাসিদুশ্ শারীয়াহ্ তথা শরীয়তের উদ্দেশ্য অনুযায়ী জানমাল রক্ষার অগ্রাধিকারের শর্ত পূরণে আমাদের সামাজিক ধর্মীয় নীতিমালা নির্ধারণ মেনে চলতে হবে। নফসজনিত ঠুনকো আবেগ নয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইসলামের মৌলিক দিক নির্দেশনাকে প্রয়োগ করতে হবে।জনগণের নিরাপত্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ এবং নীতিমালা মেনে চলতে হবে।
নিজের, পরিবারের এবং সমাজের নিরাপত্তাবিধানে অগ্রণী হতে হবে। এমনকি অজ্ঞাতসারেও অপরের জানমালের জন্য ক্ষতিকর কর্মকান্ড থেকে সতর্কতার সাথে বিরত থাকতে হবে এবং অপরকে সচেতন করতে হবে।
দরিদ্র এবং অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিতজনের সহযোগিতায় সাধ্যমত এগিয়ে আসতে হবে। কোন রকমের উম্মাদনা কিংবা প্ররোচনায় সহযোগিতা, সমর্থন থেকে বিরত থাকতে হবে। গৃহে অবস্থানকালীন সময় আত্মা, মেধা মনন এবং শরীরের জন্য গঠনমূলক কাজে নিবেদিত হতে হবে। ‘সবর’এর সাথে সকলে মিলে এই দুর্যোগে সচেতন থেকে প্রতিরোধ করতে হবে।
ফারুক আহমেদ আশ্বাস দিয়ে আরো বলেন, যে সকল ইউনিয়ন বাকী রয়েছে তাদের কে পর্যায়ক্রমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হবে ইনশাআল্লাহ। পাশাপাশি সবার কাছে আমেরিকায় অবস্থানরত তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।