মধুপুরে হাসীল গ্রামে খড়ের গাদায় আগুন লাগিয়ে বসত ঘরে চুরি
1 min readশুভ চৌহান, মধুপুর উপজেলা প্রতিনিধি।।
৩মার্চ রাত আটয়ায় মধুপুর উপজেলায় হাসিল মধ্যপাড়া গ্রামে,
আনিসুল রহমান এর খেড়ের পাল্লায় আগুন লাগিয়ে
ঘরে ঢুকে সুকেজ এর তালা ভেঙ্গে নগদ দের লক্ষ টাকা এবং চারভরি সোনা নিয়ে পালিয়ে যায় দূর্বিত্তরা।
পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রন এ আনে। আনিসুলের পরিবারে চলছে আহাজারী আনিসুল রহমান দৈনিক সীমান্ত নিউজকে জানান,খেড়ে আগুন লাগা দেখে আমার পরিবার নিয়ে যাই আগুন নেভানোর জন্য এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দের ঘন্টা চেষ্টায় আগুন নিভিয়ে ঘরে যাই ঘরে গিয়ে দেখি আমার সুকেজ এর তালা ভাংগা কাপর চোপর এলোমেলো পরে দেখি আমার নগদ টাকা সহ সোনা নাই, পড়ে মধুপুর ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে ঘুড়ে যায়।